পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে। পদ্মা নদী পৃথিবীর আমাজানের মতো একটি নদী, একেবারে অনিশ্চিত একটি নদী। নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা নির্ধারিত সময় রাখতে পারিনা। দ্বিতীয় স্প্যান বসাতে আমাদের আরও সময় লাগবে, সেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পদ্মার নিচে এতো বেশি অনিশ্চিত পরিস্থিতি সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। আমাদের টার্গেট আমরা যথা সময়েই শেষ করবো।
সেতুমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জে ৭৬টি বেইলি ব্রিজের মধ্যে ৪৪টি ভেঙে পিসি গার্ডার ব্রিজের কাজ ধরা হয়েছে, যার মধ্যে আজ পাঁচটি ব্রিজ খুলে দেওয়া হলো। বাকিগুলো আগামী জুনের মধ্যে খুলে দেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যে এই জেলায় কোনো বেইলি ব্রিজ থাকবে না।
আজ বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তার ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় ছয় কোটি টাকা ব্যয়ে শ্রীনগর সওজ পরিদর্শন বাংলোর ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।