দেখলাম ‘The Dark Tower’ মুভিটা। অস্থির! এতই অস্থির হইসে যে কাহিনীর কোন আগামাথা খুঁজে পাইনাই! 😛 এই ব্যাপারটাই খুব ভালো লাগসে… কাহিনী কোথা থেকে শুরু হইল, কেমনে শুরু হইল কিছুই বুঝিনাই… তবে তামিল ছবির “ওয়ান ম্যান শো” টাইপের একশনের জন্য পুরা মুভিটা দেখতে ভালোই লাগসে।
ঘটনা কিছুটা এমন, অনেকগুলা প্যরালাল ইউনিভার্স আছে। সেই ইউনিভার্সগুলাকে একটা শক্তি বলয় দিয়ে ঘেরাও করে রেখেছে একটা “ওয়াচ টাওয়ার” । এই “ওয়াচ টাওয়ার” ধ্বংস করার চেষ্টায় আছে ভিলেন। এই টাওয়ার ধ্বংস করতে পারলে ইউনিভার্সের বাইরের দৈত্য দানবরা এইসব প্যারালাল ইউনিভার্সের মধ্যে আসতে পারবে। আর এই টাওয়ার ধ্বংস করার জন্য তারা সাইকিক ক্ষমতা সম্পন্ন পিচ্চিদের ধরে আনে… পিচ্চিদের মাথা থেকে একটা মেশিন দিয়ে ক্ষমতা বের করে সেটা টাওয়ারের দিকে ছুঁড়ে মারে…
উফ!! অনেক আজাইরা কাহিনী বললাম :3 সে যাই হোক… কোন আগামাথা খুঁজে পাবেন বলে মনে হয় না… এত যে ব্যাড রিভিউ দিয়ে যাচ্ছি :3 আমি নিজে কিন্তু পুরা সময়টা খুব এঞ্জয় করেছি। আপনারাও এঞ্জয় করবেন বলে আশা করছি। কারন হল মুভির মেকিং… এই ফালতু কাহিনী’র মুভিকেও দেখার মত যোগ্য করে তুলেছে শুধুমাত্র মেকিং এর জন্য।
আর নায়কটাকে আমার এমনিতেই অনেক ভালো লাগে… “luther” নামে একটা
ডিটেকটিভ টিভি সিরিজ দেখতাম এই নায়কের অভিনীত।
এতক্ষণ কি লিখলাম… আর আপনারা এটা পড়ে কি বুঝবেন ঠিক বুঝতে পারতেসিনা :3 আউলা মুভি দেখে আউলায়ে গেসি :3
এটা শুনেছি “স্টিফেন কিং” এর একটা বই সিরিজের উপর ভিত্তি করে… হয়ত সিক্যুয়াল অথবা প্রিকুয়ালে কাহিনী আরো ক্লিয়ার হবে 😀
রেটিংঃ ৬/১০
লেখকঃ Iqbal Mahmud Iqu