জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করলো সিভি রাইটিং কর্মশালা

0
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করলো সিভি রাইটিং কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রথম আলো বন্ধুসভার উদ্যেগে একটি ব্যতিক্রমধর্মী সিভি রাইটিং কর্মশালার আয়োজন করেছে।

আজ শনিবার(৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুগোল মিটের মধ্য দিয়ে এই কর্মশালা আয়োজিত হয়েছে বলে জানান বন্ধুসভা-জাবি শাখার সভাপতি নাজিউল ইসলাম শোভন।

কর্মশালাটি পরিচালনা করেন কর্পোরেট আস্ক এর সিইও এবং প্রতিষ্ঠাতা নিয়াজ আহমেদ। দারুণ এই কর্মশালায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলো বলেও জানান তিনি।

No description available.

বন্ধুসভা জাবির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, “জাহাঙ্গীরনগর বন্ধুসভার ভিন্নধর্মী নানা আয়োজনের একটি অংশ সিভি রাইটিং এর উপর কর্মশালা; শিক্ষার্থীদের চাকরীর বাজারে প্রথম ইম্প্রেশন সিভি দিয়েই হয়। আশা করছি সবাই এই কর্মশালার মধ্য দিয়ে উপকৃত হবে এবং নিজেকে আরো কয়েক ধাপ এগিয়ে নেবে।”

বন্ধুসভা-জাবি স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি পরিচালনা করে আসছে। সিভি রাইটিং এর মতো আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আগামীতে আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সভাপতি।

No description available.
কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেওয়াদের একাংশ