Origin Story Of Thor’s Hammer

1
Origin Story Of Thor's Hammer

টনি স্টার্কের পরে সব চাইতে প্রিয় মারভেল সুপারহিরো থর।থরের সাথে থরের হ্যামারও সমান ভাবে জনপ্রিয়।তাই থরের হ্যামারের অরিজিন নিয়ে কৌতুহল জাগাটা স্বাভাবিক।

আজকে থরের হ্যামারের অরিজিন স্টোরি নিয়ে আলোচনা করা যাক….
Origin Story Of Thor's Hammer
থরের অরিজিন স্টোরি কমিকে জানানো হয় যখন থর Unworthy হয় এবং থর Unworthy হওয়ার পরে Jane Foster (থরের জিএফ) থরের হ্যামার উঠাতে সক্ষম হয় ফলে সে গডেস অফ থান্ডার হয়ে যায়। কিন্তু All father Odin তা পছন্দ করে না।Asgardian না হয়েও কেও Hammer এর মালিক হোক এটা সে এক্সপেক্ট করে না।

বাট ধিরে ধিরে Jane হ্যামার সম্পরকে অজানা তথ্য জানতে পারে। তার মনে হয় হ্যামার জীবিত!
পরে একসময় হ্যামার বলে ওঠে যে সে তাকে তার Origin দেখাতে চায়।এটা বলেই হ্যামার ঝড়ের গতিতে তাকে নিয়ে উড়তে থাকে এবং একটা লাইব্রেরিতে এনে থামায়। সেখানে থাকা এক লাইব্রেরিয়ান কে দেখতে পায় Jane। পরে সে জিজ্ঞেস করে যে এটা কোথায়?
লাইব্রেরিয়ান বলে এটা সেই যায়গা যেখানে সব দেবতারা আসে! এখানে ইউনিভার্স এর সকল কাজের ডকুমেন্ট রাখা হয়। এই জায়গা তৈরি হয়েছিল ৪ মিলিওন বছর আগে।

লাইব্রেরিয়ান জিজ্ঞেস করে সে এখানে কেনো এসেছে?
Jane উত্তর দেয় যে এই হ্যামার তাকে নিয়ে এসেছে।

একথা শোনার পরে লাইব্রেরিয়ান Jane কে একটা সেলফের কাছে নিয়ে যায় এবং মোটা একটা বই বের করে। বই এর উপরে লেখা ছিল The Storm!

এই ইউনিভার্স এর ৯ টা Realm আছে। বহু দিন আগে Trolls Realm আক্রমন করে বসে Dwarf Realm এর উপর। যুদ্ধ বাধে দুই Realm এর মধ্যে। তখন All father Odin সেখানে আসে এবং Dwarf দের কে যুদ্ধে সাহায্য করে। ফলে তারা জয়ী লাভ করে। Odin তাদেরকে সাহায্য করে কারন Dwarf এ ছিল ইউনিভার্স এর শ্রেষ্ঠ কারিগর, যারা Asgard এ অস্ত্র সাপ্লাই করতো। খুসি হয়ে Dwarf এর পক্ষ থেকে Odin কে Uru metal উপহার দেওয়া হয়। এই মেটাল হলো ইউনিভার্স এর সবচাইতে শক্ত & ভারী ধাতু।এছারাও এই মেটাল যে কোনো ম্যাজিক,শক্তি এবসরভ করতে সক্ষম। কিন্তু এই মেটালের শেপ দেওয়া ছিল অসম্ভব। Odin Uru Metal নিয়ে Asgard এ আসে।

একসময় এক ভয়ংকর ঝড় সৃষ্টই হয় ইউনিভার্স এ। ঝড়ের মাত্রা এতোই প্রলয়কারী ছিল যে সামনে যা ছিল গ্রহ,নক্ষত্র, প্লানেট সব ধ্বংশ করে দিচ্ছিল। এবং ক্রোমস Asgard এর দিকে এগিয়ে আসছিল। Odin তার সব শক্তি দিয়ে ঝড়কে থামানোর চেস্টা চালায় এবং Uru Metal এর সাহায্যে ঝড়কে মেটালের মধ্যে বন্দি করে ফেলে।

এরপরে মেটাল নিয়ে Odin আবার Dwarf এ যায়,এবং তাদেকে বলে মেটালের শেপ দিতে। কারন ঝড়ের শক্তি ভেতরে থাকার কারনে শেইপ দেওয়া যেতো বলে মনে হয়েছিল অডিনের।কিন্তু তারা এতো ভারী কাজ করতে রাজী হয় না।পরে Odin তাদেরকে Trolls দের আক্রমনের ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করে। পরে ১০০০ দক্ষ শ্রমিক ১৭ দিন পরিশ্রমের পরে I Uru Metal দিয়ে হাতুরি তৈরি করে। এবং সেটাই Thors Hammer.

পরে Odin হ্যামার নিয়ে Asgard এ আসে, যাতে Asgard সব সময় সুরক্ষিত থাকে। Odin এর পরে Thor Hammer এর Worthy হয়।

এই বলে লাইব্রেরিয়ান বই বন্ধ করে দেয় & হ্যামার jane কে নিয়ে বাইরে উড়াল দেয়।

লেখকঃ শেখ এহসান

1 মন্তব্য

  1. When you are exciteɗ about a new career as а pɑraⅼegal,
    there are a variety of cһοiϲes which yoսll Ьe ablke to
    considеr. You may deteгmine that being a contract paralegaal iss the
    way that you just wisһ to pursue this field.
    Yoսll be able to start by weighing tthe prⲟs and cons
    of this thrilling new approach of working inn the pаralegɑl discipline; and you might
    determine that its the best option for yߋu.

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে