নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে অপহরণের ঠিক ১৯ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (২৮ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক দেবাশীষ কুন্ড।
তিনি আরো বলেন, মামলার প্রধান আসামি মোরসালিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারী মোরসালিনকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছে সে। তাকে অতিদ্রুত গ্রেফতার করা হবে।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সন্ধ্যায় মোরসালিন ও তার সহযোগীরা ফতুল্লার দেওভোগ শেষমাথার বাশমুলি নিজ বাড়ির সামনে থেকে ৯ম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনার একদিন পর অপহৃত স্কুলছাত্রীর বাবা তার মেয়েকে অপহরণ করার অভিযোগ এনে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে, ফতুল্লা থানার দেওভোগ বাশমুলির প্রধান বাড়ির আকরামের ভাড়াটিয়া আনোয়ার হোসেন ও তার ছেলে মোরসালিনকে আসামি করা হয়।
মামলা দায়ের করার পরপরই পুলিশ মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।