আগামীকাল রবিবার সদ্যপ্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে গত ১৪ ডিসেম্বর গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিউদ্দিন চৌধুরী।
জানা যায়, নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। রবিবার সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন তিনি। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কর্মসূচি নির্ধারিত আছে মাননীয় প্রধানমন্ত্রীর। নৌবাহিনীর কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।
এই বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রবিবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন। বিকেল তিনটায় তিনি মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সাথে দেখা করে শোকাহত পরিবারের প্রতি সান্তনা জানাবেন।