বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩২) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দরসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্বপন মণ্ডল একই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল।
তিনি জানান, ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের বড় সমর্থক স্বপন মণ্ডল। দুপুরে নিজ বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ করে বাড়ির পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যান। এরপর স্বপন ছাদ থেকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা সাংবাদিকদের জানান, ঘটনাটি তিনি শুনেছেন। কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।