সাভারের আশুলিয়ায় ইউসুফ আলী (২৯) নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকার ইব্রাহিম খানের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট ইব্রাহীম খানের বাড়িতে ভাড়া থাকতেন ও সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, স্থানীয়রা খবর দিলে বন্ধ রুমের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে মারা গেছে ইউনুস।
তিনি আরও জানান, “ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।”