আসন্ন রসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: সিইসি

0
আসন্ন রসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই

প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদা জানিয়েছেন আসন্ন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৭ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসন্ন রসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই

একেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ থেকে ২৩ জন করে সদস্য নিয়োজিত থাকবেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।’

যদি নির্বাচনে কালো টাকার ব্যবহার হলে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে নজরদারি করছে। নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কালো টাকা ব্যবহারের তথ্য পেলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে ২২ জন ম্যাজিস্ট্রেট কাজ করলেও আগামীকাল শুক্রবার থেকে ৩৩ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করবেন।’ নির্বাচনের আগে এ সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীর আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিএনপি প্রার্থীর এ অভিযোগ সঠিক না। অবশ্যই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্য আমরা বদ্ধপরিকর। নির্বাচনে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি চালানো হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘বিএনপি নেতাকর্মী নয়, কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে পুলিশ অবশ্যই তাদের গ্রেফতারে অভিযান চালাবে। এটা কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়।’ তিনি বলেন, ‘ভোটাররা চাইলে একটি কেন্দ্রে ডিভিএম ব্যবহার করা হবে। এছাড়া কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরাও বসানো হবে।’

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে