ইয়াবাসহ পুলিশের এসআই গ্রেপ্তার

0

ইনসাইড ডেস্ক

চট্টগ্রামে ১১ হাজার ৫৬০টি ইয়াবা পিসসহ পুলিশের এক উপপরিদর্শককে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেখ মাসুদ রানা (৩৫)। তিনি কক্সবাজার জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) উপপরিদর্শক হিসেবে কর্মরত।

জানা যায়, রোববার বিকেলে কর্ণফুলী থানার শিকলবাহা ভেল্লাপাড়া পিডিবি–সংলগ্ন সড়ক থেকে ১১ হাজার ৫৬০টি ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, পিডিবি–সংলগ্ন সড়কটিকে তল্লাশিকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কার থেকে ঐ ইয়াবা বড়িগুলো পাওয়া যায়। সেসময় গাড়িটির ড্রাইভার সিটে ছিলেন শেখ মাসুদ রানা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন র‍্যাব-৭ উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, র‍্যাবের করা মামলায় আসামি শেখ মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে। আসামী থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অধিক তথ্যের খাতিরে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকদিনের মধ্যে আদালতের নিকট রিমান্ডের আবেদন জানানো হবে।