এবার গ্রেফতার হলেন কাদের মির্জার সহযোগীসহ আরো চারজন

0
কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় র‌্যাব, পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সহযোগী ও ১৫টি মামলার পলাতক আসামি নুর হোসেন খানসাবসহ চারজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত নুর হোসেন খানসাব (৪২) মুছাপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত নুরনবী কমান্ডারের ছেলে এবং মেয়র কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী বলে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত অন্যরা হলেন- বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে এমরাদ হোসেন শিপন (৩৬), সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী ও চরফকিরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহাগ (৩৫) এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রফিক উল্যাহর ছেলে নজরুল ইসলাম মানিক (৩৬)।

ডিবি পুলিশের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমরাদ হোসেন শিপনের বিরুদ্ধে ১ টি, মো. সোহাগের বিরুদ্ধে ৬টি ও নজরুল ইসলাম মানিকের বিরুদ্ধ ১ টি মামলা রয়েছে।

প্রসঙ্গত গত ছয় মাস ধরেই কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে বিরোধ ও সহিংসতা চলে আসছিল। এরই জের ধরে এখন পর্যন্ত দুজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। শুধু গত পাঁচদিনেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৫জন মানুষ।