নেত্রকোনার মোহনগঞ্জে করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উজ্জলা বনিক (৪৯) নামে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার দেওথান গ্রামের ব্যবসায়ী বিমল বনিকের স্ত্রী।
গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারে বসে থাকা অবস্থায় তিনি মারা যান।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো জানান,”উজ্জলা বনিক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসেন। এ সময় তিনি চেয়ারে বসে থাকা অবস্থায় নিচে পড়ে যান। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”