কুয়াশার কারনে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

0
কুয়াশার কারনে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় দেখতে না পেরে মাঝ নদীতে যাত্রীবাহী কোচ ও মালবাহী ট্রাক নিয়ে আটকে আছে দুইটি ফেরি।কুয়াশার কারনে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

 

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, গত রাত ১২টা থেকে ঘাট এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত দুইটার পর এর তীব্রতা বেড়ে গেলে নৌযান দুর্ঘটনা এড়াতে তিনটার পর থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পারে আটকে আছে শতাধিক যাত্রীবাহী কোচ ও ৩  শতাধিক মালবাহী ট্রাক।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭ ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। এর মধ্যে রো-রো- ফেরি রয়েছে সাতটি, ইউটিলিটি ফেরি রয়েছে ছয়টি ও কেটাইপ ফেরি রয়েছে চারটি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে