খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

0
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলাআজ শনিবার বিকাল পৌনে ৫টার দিকে মোহাম্মদ আলী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়ি ভাংচুর করা হয়েছে।

গাড়িবহর থেকে এক সাংবাদিক জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফেনীর সার্কিট হাউসে পৌঁছে। বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রম করার সময় স্থানীয় একদল যুবক ব্যারিকেড দিয়ে সাংবাদিকদের গাড়ি ভাংচুর করে। ৭১ টেলিভিশন, বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ার গাড়ি ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। অন্য সাংবাদিকরা রাস্তা পরিবর্তন করে কোনোভাবে বেঁচেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে