অনেক রাতে কবরস্থানে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় শহরের মাসদাইর এলাকার কবরস্থানে জিয়ারত করার সময় অঝোরে কাঁদেন তিনি। এই কবরস্থানে তার পূর্ব পুরুষদের কবর রয়েছে।
এ সময় দূর থেকে শামীম ওসমানের ছবি তুলতে চাইলে হাতের ইশারা তাদের নিষেধ করেন তিনি। জিয়ারত শেষে তিনি বলেন, ‘আমি এখানে দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। কবরই আমাদের শেষ ঠিকানা। সবাইকে ঠিকই একদিন এই ঠিকানায় যেতে হবে।’
এই শহরের মাসদাইর এলাকার কবরস্থানে শামীম ওসমানের বড় ভাই এ কে এম নাসিম ওসমান, বাবা আবুল খায়ের মোহাম্মদ সামসুদ্দোহা, মা নাগিনা জোহা, দাদা খান সাহেব এম ওসমান আলী ও দাদী জামিলা ওসমানসহ আরও অনেকের কবর রয়েছে।