সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় এক বিধবা নারী ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৪০) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে (২৭) আসামি করে মামলাটি দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বাসার দরজা ভেঙে ঘুমন্ত শিশুকে পাশে রেখে বিধবা নারী ভিক্ষুককে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায় দুই ধর্ষক।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে এই গণধর্ষণের ঘটনাটি ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।