শনিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. শরিফকে (৩০) আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুখছড়ি গ্রামে অবস্থিত নিহতের স্বামীর বাড়িটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন জানান, ওই গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গৃহবধূর স্বামীকে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।