রাজশাহীর বাগমারার নরদাশ পশ্চিমপাড়ার পুকুরে গোসল করতে গিয়ে একটি কষ্টিপাথরের মূর্তি খুঁজে পেয়েছে শিশুরা। মূর্তিটির ওজন ৪০ কেজি। এর দৈর্ঘ্য তিন ফুট ও প্রস্থ ১৩ ইঞ্চি।
শুক্রবার দুপুর ১টার দিকে ৬ শিশু নরদাশ পশ্চিমপাড়ার একটি পুকুরে মূর্তিটি খুঁজে পায়। পরে তারা বড়দের জানালে তারা মূর্তিটি পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, দুপুরের দিকে একটি পুকুর থেকে মূর্তিটি পাওয়া গেছে। কয়েকজন শিশু গোসল করার সময় মূর্তিটি পায়। খবর পেয়ে ফোর্স পাঠিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
পানিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল জানান, মূর্তিটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ঈদুল আজহার কয়েকদিন আগেও একটি ৮৬ কেজি ওজনের কৃষ্ণমূর্তি পাওয়া গিয়েছিল। সেটিও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মোস্তাক আহম্মেদ বলেন, কালো বর্ণের মূর্তি উদ্ধারের বিষয়টি পাহাড়পুরের প্রত্নতত্ত্ব বিভাগ ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। একইসঙ্গে মূর্তিটি আদালতে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।