জুন মাস থেকে কার্যকর হওয়া এই বছরে ২য় দফা গ্যাসের মূল্যবৃদ্ধিকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। তবে এটা শুধু আবাসিক গ্যাসের ক্ষেত্রে। বানিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাসের মূল্য জুন থেকে কার্যকর হওয়া বর্ধিত মূল্যই বহাল থাকছে।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) এর করা রিটের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ রবিবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।
এর ফলে আগস্ট মাস থেকে আবাসিক গ্যাস গ্রাহকদের মার্চে কার্যকর হওয়া দাম (১ চুলা ৭৫০ টাকা, ২ চুলা ৮০০ টাকা) দিতে হবে। জুন থেকে কার্যকর হওয়া বর্ধিত মূল্য (১ চুলা ৯০০ টাকা ও ২ চুলা ৯৫০ টাকা) আর দিতে হবে না। তবে জুন ও জুলাই মাসে নেয়া বাড়তি টাকা গ্রাহকদের ফেরত দেয়া থেকে সরকারকে রেহাই দিয়েছেন আদালত।
এখন থেকে যে মূল্য পরিশোধ করতে হবেঃ
১ চুলা ঃ ৭৫০ টাকা
২ চুলাঃ ৮০০ টাকা