ঘরের সিলিংয়ে ছিল তিন গাঁজা বস্তা

0
ঘরের সিলিংয়ে ছিল তিন গাঁজা বস্তা

মঙ্গলবার রাতে কুমিল্লার লাকসামে ঘরের সিলিং থেকে তিন বস্তা গাঁজাসহ আহম্মদ ফারুক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানা গেছে।

পরে বুধবার বেলা ১২টার দিকে আদলতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আহম্মদ ফারুক উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা মসজিদ বাড়ির আবদুস সাত্তারের ছেলে।

তিনি আরো জানান, গোপন সূত্রের ভিত্তিতে উপজেলার কামড্যা গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আহম্মদ ফারুকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ঘরের সিলিংয়ের উপর তল্লাশী চালিয়ে তিন বস্তা গাঁজা জব্দ করে পুলিশ। তিনটি বস্তা থেকে মোট ৩৬ কেজি গাজা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ রাতেই বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে বুধবার বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।