চট্টগ্রামের ষোলশহর এলাকায় তল্লাশির সময় এক উপপরিদর্শককে (এসআই) গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেলে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেল যোগে ষোলশহর হয়ে পাঁচ সন্ত্রাসী মুরাদপুর যাচ্ছিল। পাঁচলাইশ থানা পুলিশের একটি দল তাদের থামায়। এ সময় সন্দেহভাজন একজনকে এসআই আবদুল মালেক ধরে ফেলেন। তিনি প্যান্টের পকেট থেকে গুলি বের করে এসআই মালেককে গুলি করে পালিয়ে যান। এসময় পুলিশের অন্য সদস্যরা একজনকে আটক করেন। দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল রেখে পালিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান জানান, আহত এসআই মালেকের পায়ে গুলি লেগেছে। তল্লাশিচৌকির পুলিশকে লক্ষ করে সন্ত্রাসীরা পাঁচটি গুলি করে। তাদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
গুলিবিদ্ধ এসআই মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সিএমপির (উত্তর) উপকমিশনার আবদুল ওয়ারিশ বলেন, তল্লাশি চালানোর আগেই এসআই মালেককে লক্ষ করে গুলি করে দুর্বৃত্তরা।