চলন্ত মোটরাইকেলে ফোনে কথা বলতে গিয়ে নিহত যুবক

0
চলন্ত মোটরাইকেলে ফোনে কথা বলতে গিয়ে নিহত যুবক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম রব্বানী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানীর বড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্র হতে জানা যায়, ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন গোলাম রব্বানী। চলন্ত অবস্থায় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে সড়কের পাশে থাকা বালির স্তূপের ওপর চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। পঞ্চগড় হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছায়েম মিয়া বলেন, “নিহতের লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”