চা বাগানে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার!

0

মঙ্গলবার ২২ আগস্ট সিলেটের হবিগঞ্জের মাধবপুরে চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। সকালে জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর সেকশনের পুরাতন মহাসড়কের পাশে লাশটি পাওয়া যায়।লাশ উদ্ধার

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তাদির হোসেন এ তথ্য জানান।
সুরমা চা বাগানের ১০ নম্বর সেকশনের পুরাতন মহাসড়কের পাশে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মোক্তাদির জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— তাকে হত্যা করে তার লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ লাশের পরিচয়ের সনাক্তের চেষ্টা করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে