চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে হাফসা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার হোগলা দামুস বিলে এ ঘটনা ঘটে। সে উপজেলার চকপস্তম এলাকায় এসতারুল হকের মেয়ে।

এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির পাশের বিলে গোসল করছিল হাফসা খাতুন। এসময় পা পিছলে পড়ে চিৎকার করতে থাকে সে। চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, “কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।”