গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার প্রলোভনে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। টঙ্গীর ভরান এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে গতকাল শুক্রবার দুপুরে মেয়েটি ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান।
শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি মো. জাবেদ মাসুদ।
ওসি জাবেদ মাসুদ আরো বলেন, মেয়েটি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকে। রাজধানীর উত্তরার এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। তার সূত্র ধরে তাকে উত্তরার ওই তরুণী একটি চাকরি দেয়ার কথা বলে। পরে ফোনে যোগাযোগ করে চাকরির বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার রাতে তাকে টঙ্গী যেতে হবে বলে।
“সেখানে গেলে কয়েকজন যুবক কৌশলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। পরবর্তীতে শুক্রবার সকালে মেয়েটিকে ফেলে পালিয়ে যায়।”
ওসি আরও বলেন,”ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে একটি মামলা হয়েছে। আসামিদের আটকের অভিযান চলছে।”