ইনসাইড ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। নিহতের পরিবারের তথ্যমতে, ওই যুবকের খেতের ধান অন্যের একটি ছাগল খাওয়ার ঘটনা নিয়ে তর্কাতর্কির জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ছাগলের মালিককে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি শহীদ মিয়া (৩৬) উপজেলার কাঁঠালকান্দি গ্রামের হামিদ মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া ছাগলমালিক একই গ্রামের বাসিন্দা দুদু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মিয়ার জমিতে থাকা ধান খাচ্ছিল দুদু মিয়ার ছাগল। ধান খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরুর একপর্যায়ে ক্ষেতমালিক শহীদ মিয়ার ওপর হামলা করেন দুদু মিয়া ও তাঁর ভাই বাচ্চু মিয়া। দুইভাইয়ের করা ছুরিকাঘাতে ঘটনাস্থলে মারাত্মক আহত হয়ে পড়েন শহীদ মিয়া। গুরুতর অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ছাগলমালিক দুদু মিয়াকে আটক করেছি আমরা। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।