ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৯ বছরের এক মেয়ে শিশুর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে তা অনলাইনে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ভুক্তভোগী শিশুটির ফুপু শনিবার রাতে বাদী হয়ে শিল্পী বেগম (৩০) নামে এক নারীর বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার পর শনিবার রাতেই অভিযুক্ত ঐ নারীকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, শিল্পী বেগম উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত আব্দুর রব জোম্মাদারের মেয়ে।
মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এই শিশুটির বাবা-মা বর্তমানে ভারতে থাকায় শিশুটি কানুদাসকাঠিতে তার নানার বাড়িতে থাকছে। আসামীর সাথে শিশুটির পরিবারের অনেক আগে থেকেই বিরোধ ছিল।
রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “গত শনিবার সকালে শিশুটিকে একা পেয়ে শিল্পী বেগম নামের ওই নারী শিশুটির হাত পেছনে বেঁধে তাকে নগ্ন করে নিজের মোবাইল ফোনে ছবি ধারণ করেন এবং ‘ইমোর’ সাহায়্যে কয়েকজনকে সেই ছবি ছড়িয়ে দেন।”
তিনি আরো জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই নারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এরপরই তাকে গ্রেফতার করে রবিবার সকালে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।