তিন বিষয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা চালু করা হয়েছে। এজন্য সাধারণ মানুষকে কল করতে হবে ৯৯৯ নম্বরে।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানী আব্দুল গণি রোডে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল দফতরে এ সেবার সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
পরে এ বিষয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।