জিম্বাবুয়ে ভোটের পর সহিংস, সেনাবাহিনী মোতায়েন

0
জিম্বাবুয়ে ভোটের পর সহিংস, সেনাবাহিনী মোতায়েন

জিম্বাবুয়ের রাজধানী হারারের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। গত বুধবার সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিরোধীদলীয় প্রার্থী নেলসন চ্যামিশার সমর্থকদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে।

এই দিকে দেশটির নির্বাচন কমিশন বলছে, নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি। আমরা সময়মতো ফল প্রকাশ করবো।

চ্যামিশার দাবি, তিনি নির্বাচনে জয় লাভ করেছেন। সেই গণহারে সেই জয়োল্লাসের জন্য সমর্থকদের অপেক্ষা করতে বলেছেন তিনি।

দীর্ঘ সময় পর গত বছরের নভেম্বরে ৯৪ বছর বয়সী রবার্ট মুগাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এম ন্যানগাগবা বলছেন, সঙ্কট সমাধানের জন্য চ্যামিশার সঙ্গে সরকারিভাবে আলোচনা করা হচ্ছে। সহিংস ঘটনার পেছনে আসলে কারা রয়েছে সে ব্যাপারে স্বাধীনভাবে তদন্তেরও আশ্বাস দেওয়া হচ্ছে চ্যামিশাকে।