জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কী হবে?: ওবায়দুল কাদের

0
ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা রয়েছে: ওবায়েদুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কী হবে? অনেকের পক্ষ থেকে লকডাউন শিথিলের কথা বলা হলেও এই সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া জরুরি। কারও কারও অবহেলায় করোনা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে চলে যাচ্ছে। এ পরিস্থিতি চলমান থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে।”


বুধবার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এক ব্রিফিংয়ে এসব কথা জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার মাধ্যমে দেশের মানুষের সুরক্ষায় যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সবার নিকট আহ্বান জানিয়েছেন।


এই দুঃসময়ে ধনী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “দেশের উন্নয়ন-অর্জন ও সমৃদ্ধিতে যারা লাভবান হয়েছেন,  বিশেষ করে সমাজের ধনী শ্রেণী‑মানুষের প্রতি আহবান করছি এই সংকটে অন্তত কিছু সহযোগিতা নিয়ে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ান।”