জুতার ভেতর লুকিয়ে রেখেছিলেন হেরোইন

0

রাজশাহীতে জুতার ভেতর থেকে ৫৩ গ্রাম হেরোইনসহ মো. শামসুদ্দিন ঠাঁকুর (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


বৃহস্পতিবার দিবাগত রাতে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামসুদ্দিন ঠাঁকুর মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত সান মাহমুদের ছেলে। তিনি গুড়িপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আরেফিন জুয়েল এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “সংবাদ ছিল কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় এক মাদককারবারী তার নিজ বাড়িতে হেরোইন বিক্রির জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালায় উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ ও তার সঙ্গীয় ফোর্স। এসময় মাদক কারবারির বাড়ি তল্লাশি করে তার ব্যবহৃত জুতার ভেতর থেকে ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।