জেফ বেজোসকে হটিয়ে আর্নলড বিশ্বের শীর্ষ ধনী

0
জেফ বেজোসকে হটিয়ে আর্নলড বিশ্বের শীর্ষ ধনী

এবার শীর্ষ ধনীর পদ হারালেন জেফ বেজোস। শুক্রবার এক দিনেই আমাজনের শেয়ারের দরপতন হয় ৭ দশমিক ৬ শতাংশ। এতে বেজোসের সম্পদ কমে যায় প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার। ফলে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের (এমএইচএলভি) মালিক বার্নার্ড আর্নলড।

৫০ দিন ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি থাকার পর অবশেষে আবারো দ্বিতীয় স্থানে আসলেন জেফ বেজোস। অবশ্য শুক্রবারের শেয়ারবাজারে আর্নলডেরও শেয়ার পড়ে যায় ১ দশমিক ৪ শতাংশ পড়ে যায়। এতে আর্নলডও ২৯০ কোটি ডলার সম্পদ হারান। কিন্তু সপ্তাহ শেষে বেজোস থেকে ৫০ কোটি ডলার বেশি থাকায় তিনি শীর্ষস্থানে চলে আসেন৷ বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ১৯ হাজার ২৯০ কোটি ডলার।

গত বছরের করোনার প্রাদুর্ভাবের পর আর্নলডের সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি ডলার বেড়ে যায়। গত গ্রীষ্মে এমএইচএলভি বিক্রির লেখচিত্র ওপরেই স্থির ছিল। প্রতিষ্ঠানটিতে আর্নলডের ৪৭ শতাংশ শেয়ার থাকায় তিনি ৪০ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন আয় করেন। এমএইচএলভির প্রতিষ্ঠানগুলো হচ্ছে লুই ভিটন, মোয়েট অ্যান্ড চ্যানডন, ক্রিশিয়ান ডিওর এবং টিফফানি অ্যান্ড কো।

এদিকে শেয়ারবাজারে দরপতন দেখা গেলেও আমাজন দ্বিতীয় প্রান্তিকে খারাফ ব্যবসা করেনি। এ সময়ে তাদের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি হয়ে দাড়িয়েছে ১১ হাজার ৩০০ কোটি ডলারে। তবে এ বছরের প্রথম প্রান্তিকে আমাজনের প্রবৃদ্ধি ছিল ৪৪ শতাংশ। আমাজন জানিয়েছে তৃতীয় প্রান্তিকে গিয়ে তাদের আয় হবে ১০ হাজার ৬০০ থেকে ১১ হাজার ২০০ কোটি ডলারের মধ্যে।