বিচ্ছেদের কারণে ধনীর তালিকায় পিছিয়ে গেলেন বিল গেটস

0
বিচ্ছেদের কারণে ধনীর তালিকায় পিছিয়ে গেলেন বিল গেটস

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বিল গেটস ও মেলিন্ডা গেটসের। এখন চলছে সম্পত্তির ভাগাভাগি। বিল গেটস ইতোমধ্যে মেলিন্ডার নামে হস্তান্তর করেছেন নিজের বিভিন্ন কোম্পানির শেয়ারের একটা বড় অংশ। ফলে মেলিন্ডা গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি ডলারে। বিশাল পরিমাণ সম্পদ চলে যাওয়াশ গেটস পিছিয়ে গেছেন বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে।

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী সম্প্রতি সম্পদ হারানোর পর চতুর্থ অবস্থান থেকে পিছিয়ে পঞ্চম অবস্থানে চলে গেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ফলে চতুর্থ অবস্থানে উঠে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

সব মিলিয়ে বর্তমানে বিল গেটসের সম্পদের পরিমাণ ১২ হাজার ৯৬০ কোটি ডলার। সম্প্রতি মেলিন্ডার কাছে প্রায় ২৪০ কোটি ডলার মূল্যের স্টক হস্তান্তর করেছে বিল গেটসের বিনিয়োগ সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট এলএলসি। বিল গেটস মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মেলিন্ডাকে ৩২০ কোটি ডলারের শেয়ার হস্তান্তর করেছেন।

জানা গেছে, মেলিন্ডা বিল গেটস থেকে প্রায় ৩৯ কোটি ২০ লাখ ডলার মূল্যের অটোনেশন কোম্পানির ৩৩ লাখ শেয়ার পেয়েছেন। মেলিন্ডা ফ্লোরিডায় গেটসের গাড়ি কোম্পানির ৮ দশমিক ৮ শতাংশের মালিক। তিনি কাসকেডের ২৮ লাখ শেয়ার পেয়েছেন, যার মূল্য ১০০ কোটি ডলার। এছাড়াও ১০০ কোটি ডলার মূল্যের কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির যে শেয়ারও পেয়েছেন মেলিন্ডা।

তবে তাদের মধ্যে বিচ্ছেদের আপসরফা সম্পর্কে এখনো জানা যায়নি।