জয়পুরহাটে পশুর হাটে বেজায় ভিড়

0

জয়পুরহাটে ২টি কুরবানীর হাটে ব্যাপক ভিড় হতে দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার পাঁচবিবি পৌর এলাকায় এবং ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে কুরবানির হাট দুটিতে দেখা গেছে লোকের গাদাগাদি।


সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, পশু বিক্রির রসিদ কাটার স্থান, চা-পানের দোকান, খাবার দোকানসহ সবখানে উপচে পড়া ভিড়। অসহ্য গরমের মধ্যেই চলছিল বেচা-কেনার হাঁক-ডাক। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক।

পশুর হাটকে কেন্দ্র করে পাঁচবিবি পৌর এলাকার রাস্তায় ভটভটি, ইজিবাইক, সিএনজিসহ অন্যান্য ছোট যানবাহন বিনা বাধায় চলাচল করেছে।

পাঁচবিবি গরুর হাটের ইজারাদার হারুন অর রশিদ বলেন, হাটের বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে, সাবান রাখা হয়েছে এবং জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে একটু পর পর। হাটে আসা প্রত্যেককে মাস্ক বিতরণ করা হয়েছে। তাছাড়াও সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

একই অবস্থা ক্ষেতলালের ইটাখোলা কোরবানীর হাটেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নাই। জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, “হাটকে কয়েকভাগে বিভক্ত করে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে পেরেছি।”

এ হাটের পরিস্থিতির কথা শুনে তিনি বলেন, অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়েছে। অনেক কষ্ট করে করোনা আক্রান্তের শতকরা হার কমিয়ে আনা হয়েছে। এভাবে হাট চলতে থাকলে সংক্রমণের হার আরো বাড়তে পারে।