সোমবার ভোরে কক্সবাজার জেলার টেকনাফ ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ের জুম্মাপাড়া থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
আটক দুই যুবক হলো কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও কালামিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)। তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালীর জুম্মাপাড়ার বাসিন্দা।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি লম্বা বন্দুক ও চারটি একনলা বন্দুকসহ দুইজন যুবককে আটক করে র্যাব এছাড়াও সেখান থেকে আরও ৮-১০ জন পালিয়ে যায়।
র্যাব ১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান গণমাধ্যমে জানান, আটকদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।