ট্রাকের টুলবক্স-অতিরিক্ত টায়ারে ৮০ হাজার ইয়াবা

0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে ট্রাক থেকে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ সময় মো. ইয়াছিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার বিকালে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, ট্রাকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল ইয়াছিন। বৃহস্পতিবার দুপুরে শিমরাইলে ট্রাকটি তল্লাশি করা হয়। ট্রাকের সামনের কেবিনের টুলবক্সের মধ্যে এবং অতিরিক্ত টায়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া হয়। পরে ইয়াছিনকে আটক করা হয় এবং ইয়াবাসহ ট্রাক জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন স্বীকার করেন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবত ট্রাকের বিভিন্ন স্থানে লুকিয়ে ইয়াবা পাচার করে আসছেন।

তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।