ডিজে পার্টি করতে গিয়ে লঞ্চের ছাদ থেকে পড়ে নিখোঁজ হওয়া সেই কিশোরের লাশ উদ্ধার

0
ডিজে পার্টি করতে যেয়ে লঞ্চের ছাদ থেকে পড়ে নিখোঁজ হওয়া সেই কিশোরের লাশ উদ্ধার

কুমিল্লার তিতাসে লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়া সেই কিশোর শামীম হোসেনের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

৭ম শ্রেণির ছাত্র নিহত শামীম তিতাস শিবপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মতিনের ছেলে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিতাস নদীতে স্থানীয় যুবকরা মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামে একটি লঞ্চ ভাড়া করে ডিজে গানের তালে ছাদে নাচানাচি করার এক পর্যায়ে ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে প্রায় ১৫ জন দগ্ধ হয়। এসময় পানিতে পড়ে শামীম হোসেনসহ তিনজন নিখোঁজ হলে দুইজনকে উদ্ধার করতে সমর্থ হন স্থানীয় জেলেরা। পরে আজ ভোরে ভেসে ওঠে শামীমের মরদেহ।

জানা যায়, বেশ কিছুদিন যাবৎ উপজেলা প্রশাসন ও তিতাস থানা প্রশাসন নদীতে ডিজে পার্টি না করতে নিষেধাজ্ঞা আরোপ করে আসছিল। এছাড়া এজন্যে পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযানও পরিচালনা করেছে।