পার হতে গিয়ে ট্রলারসহ নদীতে ডুবে যাচ্ছিলেন ১২ যাত্রী। তবে নদীর তীরে দায়িত্বরত এক পুলিশ সদস্যের সাহসিকতায় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন তারা। রোববার বরিশালের উপকণ্ঠ বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কাঠের একটি ট্রলারে করে ১২/১৩ জন যাত্রী চরমোনাই খেয়াঘাট থেকে বরিশাল নগরীর পলাশপুরের বেলতলা খেয়াঘাটের উদ্দেশে যাত্রা শুরু করেন।
নদীর মাঝে এসে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যেতে থাকে। এএসআই বদরুল ইসলাম তখন ৩ কনেস্টবলসহ বেলতলা খেয়াঘাট এলাকায় দায়িত্বরত ছিলেন। হঠাৎ ট্রলারটি ডুবতে শুরু করলে ঘাটে থাকা দুটি ট্রলার নিয়ে তাৎক্ষণিক তিনি মাঝ নদীতে ছুটে যান। উদ্ধার করেন ৪ শিশু, দুইজন নারী ও ৬ জন পুরুষকে। উপস্থিত লোকদের মতে, মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের এএসআই বদরুল ইসলামের চৌকস তৎপরতায় উত্তাল কীর্তনখোলায় যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছিল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান জানান, এএসআই বদরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছি। তার এ মানবিক এবং সাহসি কাজের জন্য তাকে পুরস্কৃত করা হবে।