ঢাকায় বসে তৈরি হচ্ছিল আমেরিকান নকল ওষুধ

0

ইনসাইড ডেস্ক

ঢাকায় নকল ওষুধ তৈরির অভিযোগে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার অভিযান চালিয়ে রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মালিবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আনোয়ার কাজী (২৭), এস এম তাজমুল তারিক (৬৩), কনক কুমার সাহা (৫২), রাম চন্দ্র বসাক (৬২) ও লুবনা আক্তার (২৬)।

ডিবির গুলশান জোনের (ডিসি) মশিউর রহমান জানান, গোপন সূত্রে আমেরিকা ও চীনা ব্র্যান্ডের নকল ওষুধ তৈরির খবর পেয়ে তাঁরা হাতিরপুল, রামপুরা ও মালিবাগ এলাকায় অভিযান চালান। অভিযানে ভেজাল ওষুধসহ পাঁচজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। অবৈধ এসব কারখানায় অপরাধীরা নারায়ণগঞ্জের জালকুড়ির আয়ুর্বেদিক দাওয়াখানায় তৈরি বিভিন্ন ট্যাবলেট ও ক্যাপসুল কেজি দরে কিনে নেয়৷ এরপর অনুমোদনবিহীন এসব ট্যাবলেট ও ক্যাপসুল ঢাকায় এনে নিজ ইচ্ছেমতো জেনেরিক নাম দিয়ে হৃদ্‌রোগের ওষুধ, লিভারের ওষুধ হাড়ের ওষুধসহ বিভিন্ন দামী ওষুধের নামে চালিয়ে দেয় স্থানীয় দোকানগুলোতে।

অপরাধীরা রাজধানীর চকবাজার ও মিটফোর্ড এলাকা থেকে প্লাস্টিকের বিভিন্ন রঙের বোতল, শিশি সংগ্রহ করেন। এরপর বিভিন্ন কম্পিউটারের দোকানে ইংরেজিতে লেভেল, স্টিকার, হলোগ্রাম এবং মনোগ্রাম তৈরি করে। এসব স্টিকারে নানান ট্রেড কোম্পানির নামে আমদানিকৃত বলে উল্লেখ করে স্টিকার ও লেবেলগুলোকে ঘরে বসে প্লাস্টিকের বোতলে লাগিয়ে দেওয়া হয়। এরপর এসব ক্ষতিকর ভেজাল ওষুধ বনানী, গুলশান, কাকরাইল, উত্তরা, ধানমন্ডি, মিরপুরের বিভিন্ন দোকানে পাইকারিতে বিক্রি করা হয়।