ত্রিদেশীয় সিরিজে দলের হয়ে মাঠে ফিরছেন সাকিব

0
সাকিব আল হাসান

৬ মার্চ থেকে কলম্বোয় বসবে নিদাহাস ট্রফির আসর। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ ও ভারত। তিনজাতির এই টুর্নামেন্ট খেলতে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। চোট সারিয়ে ফিরেছেন সাকিব আল হাসান। তবে ফিরলেও আপাতত শুরুর দিকে পাওয়া যাচ্ছে না তাকে।
সাকিব আল হাসান
এ ব্যাপারে মিরপুরে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘সাকিবের পুরোপুরি সুস্থ হতে আরও ১০ দিন সময় লাগবে। এখন ব্যাটিং করতে পারলেও বোলিংয়ে সমস্যা হবে। আপাতত আমরা তাকে রেখেই দল ঘোষণা করেছি। তবে হয়তো প্রথম ২-১ টা ম্যাচ মিস করতে পারে।’

আগের দল থেকে পরিবর্তন এসেছে পাঁচটি। ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ। ডাক পাওয়া ক্রিকেটাররা শ্রীলঙ্কার উদ্দেশে আগামী চার মার্চ কলম্বোর উদ্দেশে রওয়ানা হবেন। ইনজুরির কারণে দেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না সাকিব। তার বদলে মাহমুদউল্লাহ গত সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ইমরুল ও তাসকিন অফফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাননি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে তারা টি-টোয়েন্টি খেলেছেন। দলে ফেরা আরেক তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান প্রায় এক বছর পর ডাক পেলেন। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেট খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার। বাদ পড়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, জাকির হাসান ,আফিফ হোসেন ও সাইফউদ্দিন।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।