নারায়ণগঞ্জে লরির ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের আট জন নিহত

0
লরির ধাক্কায় নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় লরির ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (২৬ ফেব্রয়ারি) বেলা ১টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জন পুরুষ, দুই শিশু ও দুই নারী রয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
লরির ধাক্কায় নিহত
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঢাকার সায়দাবাদ থেকে ডিসিএম পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় একটি লরি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ঢাকা মেডিক্যালে চার জন এবং সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আহতরা তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।