মৌলভীবাজার জেলার একটি দিঘি থেকে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘরিয়ার সুলতান দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই অটোরিকশা চালকের নাম হোসেন আহমদ (২৪)। তিনি গত মঙ্গলবার থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এলাইছ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় স্বপরিবারে থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বড়হাটের ভাড়া বাসা থেকে বের হন হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ। এরপর পরিবারের সদস্যরা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। অপরদিকে শুক্রবার দুপুরে স্থানীয়রা দিঘিতে মানুষের একটি হাত ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন সুলতান দিঘিতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। লাশটি দু-তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে। সিএনজিটি এখনও পাওয়া যায়নি। আমরা ঘটনাটির খোঁজ করছি। এখনো মামলা হয়নি।’