দীর্ঘ সাড়ে ১৭ বছর পর ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
প্রধানমন্ত্রী

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী জেলার বিজিবি সেক্টরের অভ্যন্তরীণ মাঠে অবতরণ করেন। এরপর দুপুর ১২ টা থেকে সার্কিট হাউজে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করছেন। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সভাস্থলের পাশে বসানো ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একযোগে ৬৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য হরের বড়মাঠে জনসভার মঞ্চ প্রস্তুত হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন।এ উপলক্ষ্যে গত ২৬ মার্চ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে মঞ্চ প্রস্তুত কাজ শুরু হয়। জেলা ডিবি পুলিশের তত্ত্বাবধানে কয়েক দিন যাবত এ কার্যক্রম চলে। বুধবার দুপুরে মঞ্চ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাজ শেষে জনসভার জন্য চূড়ান্ত প্রস্তুত হিসেবে হস্তান্তর করে। এখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে না যাওয়া পর্যন্ত মঞ্চের দেখভাল করবে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বিভাগ এসএসএফ। ইতোমধ্যে জনসভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে শহরের ভেতরে রিকশা-ভ্যান অটোচার্জার চলাচল নিষিদ্ধ করেছে জেলা পুলিশ বিভাগ।

এছাড়াও জনসভাস্থল বড়মাঠের পাশের রাস্তায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জনসভা শেষ না হওয়া পর্যন্ত বিশেষ কার্ড ছাড়া বড় মাঠে ও আশেপাশের রাস্তায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র বিশেষ কার্ডধারীরা জনসভায় নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারবেন। এ ব্যপারে জেলা পুলিশ সুপার ফরহাত আহম্মদ জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী যখন মঞ্চে উঠবেন তখন তার নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তাকর্মীরা সজাগ থাকবেন।

বুধবার মঞ্চ নির্মাণ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, পঞ্চগড়-২ আসনের এমপি নুরুল ইসলাম সুজন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশি, কৃষক লীগের সভাপতি সরকার আলা উদ্দীন, সাধারণ সম্পাদক পবারুল ইসলামসহ অন্যান্য নেতারা মঞ্চ হস্তান্তরের সময় তা পরিদর্শন করেন।

নেতারা বলেন, দেশনেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। জনসভায় পাঁচ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছেন তারা।