দূরে গিয়ে সিগারেট খেতে বলায় চুবিয়ে হত্যার চেষ্টা

0

দূরে গিয়ে সিগারেট খেতে বলায় বরিশালের মুলাদীতে মামুন খান নামক এক ব্যক্তিকে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের নলীকান্দি গ্রামের কাঞ্চন হাওলাদারের পুত্র মোশারফ হাওলাদার তার সঙ্গী সাথী নিয়ে এ হত্যার চেষ্টা চালায়।

আহত মামুন খান মুলাদী উপজেলা কাজিরচর ইউনিয়নের দুলাল খানের পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহমান খানের নাতি।

দুলাল খান সাংবাদিকদের জানান, লকডাউন এর আগে তার দোকানের পাশে সুমন তার বন্ধুদের নিয়ে সিগারেট খায়। ওই সময় মামুন খান তাদের দূরে গিয়ে সিগারেট খেতে বললে সুমন হাওলাদার ও তার বন্ধুরা ক্ষিপ্ত হন।

রোববার মামুন খান কোলানিয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা দেখা শেষ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নলীকান্দি মোশারফ হাওলাদারের বাড়ির সামনে আসলে সুমন, তার মা ও ভাই ইমনসহ ৪-৫ জন পথরোধ করে মামুনকে মারধর শুরু করে। মারধরের একসময়ে মামুন লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে খালে নামিয়ে চুবিয়ে হত্যার চেষ্টা করে।

এরপর মামুনের চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে মুলাদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধার নাতিকে মারধর ও হত্যাচেষ্টার ব্যাপারে খোঁজ নিয়ে আমাদের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।