ইনসাইড ডেস্ক
দেশ কাঁপাচ্ছে করোনার ডেলটা ধরণ। গত দুই মাসে কোভিডে আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৮০ শতাংশের শরীরে করোনার ডেলটা ধরন পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্যটি তুলে ধরা হয়।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর জানান, সর্বশেষ মে ও জুন মাসে আমরা সমগ্র দেশ থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করেছি৷ এতে প্রায় ৮০ শতাংশের শরীরে করোনার ডেলটা ভেরিয়েন্ট খুঁজে পেয়েছি আমরা। ১০ থেকে ১২ শতাংশের মধ্যে সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট এবং বাকিদের মধ্যে করোনার অন্যান্য ধরন পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, ভারতে সর্বপ্রথম করোনার ডেলটা ধরনের দেখা মিলেছিল। গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার অতি সংক্রামক হিসেবে দেখা যাওয়া ডেলটা ধরন এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ ডেলটার কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছিল।
উল্লেখ্য গত ৮ মে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় বাংলাদেশে করোনার এই ধরন প্রথম শনাক্তের খবর দেওয়া হয়। নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান ছিল আইইডিসিআর। এতে বলা হয়, গত ২৮ ও ২৯ এপ্রিল দেশে ডেলটা ধরন মেলে। সেসময় আইইডিসিআর জানিয়েছিল, ভারতে ভ্রমণ করে আসা কয়েকজনের শরীরে এই ধরন পাওয়া গিয়েছে।