সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় বাবাকে দুই ছেলে ছুরিকাঘাতে হত্যা করেছে।
হত্যার শিকার তোতা মিয়া (৬৫) বাঘা কান্দিগাঁও গ্রামের বতাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তোতা মিয়া প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করলে ছেলেদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এছাড়াও পূর্বে থেকে জমিজমার ভাগ নিয়েও ছেলেদের সঙ্গে তার মনোমালিন্য ছিল। এসকল কারণে তিনি হত্যার শিকার হতে পারেন বলে ধারণা করছেন তারা।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, বাঘা ইউনিয়নের পরগনা বাজারে অবস্থানকালে দুই ছেলে রাজিম আহমদ ও তানিম আহমদসহ অজ্ঞাত চার-পাঁচজন তোতা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এছাড়াও তোতা মিয়ার ছেলেদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।