‘দ্য হান্ড্রেড’ খেলবেন না উইলিয়ামসন ও শাহিন আফ্রিদি

0
'দ্য হান্ড্রেড' খেলবেন না উইলিয়ামসন ও শাহিন আফ্রিদি

মাত্র কয়েকটা দিন আগেই ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে শিরোপা নিজেদের ঘরে তুলেছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। দুই ইনিংসেই ব্যাট হাতে অসাধারণ লড়াকু ব্যাটিং করেছেন অধিনায়ক স্বয়ং। কিন্তু সেই কেইন উইলিয়ামসনকেই এবার পাওয়া যাবে না ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’।

উল্লেখ্য, করোনার কারণে গত বছর ব্যাহত হলেও চলতি বছরের জুলাইয়ে ২২ গজে আবির্ভাব ঘটবে ইংল্যান্ডের নতুন টুর্নামেন্টটির । তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের নাম প্রত্যাহার করছেন একাধিক বিদেশী ক্রিকেটাররা। বলা ভাল এর পিছনে অন্য কোন কারণ নেই। মূলত আন্তর্জাতিক সূচির কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিচ্ছেন এই বিদেশি ক্রিকেটাররা। সর্বশেষ বিদেশি ক্রিকেটার হিসেবে নিজের নাম সরিয়ে নিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়ক ছাড়াও দেশের হয়ে খেলার কারণে দ্য হান্ড্রেডে খেলা হবে না শাহিন শাহ আফ্রিদিরও। প্রসঙ্গত, এই দুই ক্রিকেটারেরই খেলার কথা ছিল বার্মিংহাম ফিনিক্সের হয়ে।

উল্লেখ্য শেষ ছয় মাস ধরেই কনুইয়ের চোট ভোগাচ্ছে উইলিয়ামসনকে । সেই কারনেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তাঁর। তাছাড়াও আইপিএলের শুরুর দিকে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি উইলিয়ামসন। কেনের বদলি হিসেবে ফিন অ্যালেনকে দলে নিয়েছে বার্মিংহাম। যিনি টি-২০ ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন।

অপরদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ থাকায় দ্য হান্ড্রেড খেলা হবে না শাহিন আফ্রিদিরও। এর আগে দলের হয়ে খেলার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা,কায়রন পোলার্ড, ডেভিড ওয়ার্নারও। কায়রনের বদলি হিসেবে গ্লেন ফিলিপসকে দলে নেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার নাথান কুল্টার নাইলের বদলি হিসেবে দ্য হান্ড্রেডে যোগ দেবেন ওয়াহাব রিয়াজ।