ধামরাইয়ে দুই অবৈধ সীসা কারখানা ধ্বংস

0
ধামরাইয়ে দুই অবৈধ সীসা কারখানা ধ্বংস

ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী সীসা কারখানা পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী। অভিযানে দুইটি অবৈধ সীসা কারখানার সরঞ্জামাদি পুড়িয়ে দেয়া হয়। ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ওই এলাকায় অবৈধ সীসা কারখানা গড়ে তোলা হয়েছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগেই মালিকরা পালিয়ে যান। পরে কারখানার সরঞ্জামাদি পুড়িয়ে দেয়া হয়।