নওগাঁর সাপাহারে কাভার্ড ভ্যানচাপায় বাবু (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তুলশীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কল্যাণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবু বাড়ি থেকে তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিশ্চিন্তপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তুলশীপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে চাচাতো ভাই পেছন থেকে লাফ দিয়ে আগেই সরে পড়েন। এসময় মোটরসাইকেল চালক বাবু ভ্যানের চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
Attachments area