নোয়াখালী জেলার বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ৯জন জুয়াড়িরা হল- দূর্গাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে অলি উল্যাহ (৪১), মৃত বজলুর রহমানের ছেলে জামাল (৪৬), নরোত্তমপুর গ্রামের মৃত আইয়ুব আলীর আবদুল করিম (৪৪), গনিপুর গ্রামের মাহমুদুর রহমানের ছেলে সফিক (৩১), চানমিয়ার ছেলে আজাদ (৪২), উত্তর হাজীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে মানিক (৩৫), আবু বক্করের ছেলে মামুন (২৭), কুতুবপুর গ্রামের মৃত আমিন উল্যাহর ছেলে জাফর (৪৮) ও আলীপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে মাসুদ (৪১)।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ১৭০ টাকা ও তাস সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরদিন দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।